শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ১৭ রামাদ্বান ১৪৪৫ হিজরি, ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ২৮ মার্চ ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিট শ্রীমঙ্গল আনোয়ারুল উলূম ফাদ্বীল (ডিগ্রী) মাদ্রাসায় আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
১৭ রামাদ্বান ঐতিহাসিক বদর দিবস, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ তৃতীয় হিজরীর এদিন সংঠিত হয়। সত্য পথের সাহাবা সৈনিকেরা তান্ডিত শক্তির বিরুদ্ধে এক অসম যুদ্ধে অবতীর্ণ হন। ইসলামের আলোকে ধরা পৃষ্ঠে বুলন্দ করার এক শহীদি তামান্না বুকে ধারণ করে কাফির মুশরিকদের অপশক্তি দম্যকে চূর্ণ করে স্বল্প সংখ্যক সেনানিদের হাতে ইসলামের বিজয় সূচিত হয়। পৃথিবীর আকাশে উড্ডীন হয় সত্যের কালেমা, লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)এর পতাকা। বদরের চেতনায় উদ্যাসিত হয় নভোমন্ডল ও ভূমন্ডল।সমস্ত আধার চিহ্ন করে ইসলামের আলোর মশাল জ্বলে উঠে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুবে। উধর্ধগগণ থেকে ঘোষনা এলো তিনশো তের,র মুক্তির পয়গাম। ইসলামের এ চেতনাদীপ্ত ইতিহাসিক বদর দিবসকে চেতনায় ধারণ করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখা প্রতি বছরের ন্যায় এবারও করেছে আলোচনা সভা ও ইফতার মাহফিল।
পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল আনোয়ারুল উলূম ফাদ্বীল (ডিগ্রী) মাদ্রাসার
শিক্ষকবৃন্দ, আনজুমানে আল-ইসলাহ শ্রীমঙ্গল উপজেলা শাখা, পৌর শাখা, তালামীযে ইসলামিয়া জেলা শাখার নেতৃবৃন্দ, তালামীযে ইসলামিয়ার সাবেক নেতৃবৃন্দ,তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখা, পৌর শাখা,এছাড়া লতিফিয়া ক্বারী সোসাইটি, সাবেক ও বর্তমান দায়িত্বশীল,সহ সর্বস্তরের মুসলিম ও ছাত্রজনতা। ইফতারের আগে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহ-র জন্য শান্তি কামনা করে দোয়া করা হয়।