শ্বশুরের ফসল কেটে নষ্ট করলেন জামাই!

জামালপুর  প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের গজারিয়ায় রাতের আঁধারে শশুরের টমেটো ও ভুট্রা ক্ষেত কেটে ক্ষতি সাধন করেছেন জামাই। শুধু তাই নয়, জামাইয়ের আবদার মেটাতে না পারলে মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ শ্বশুরের।

জানা যায়, প্রায় ২ বছর আগে নিজ স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে মধ্যে গজারিয়ার মৃত সুলতান হোসেনের ছেলে বখতিয়ারের মেয়ে ববিতাকে বিয়ে করেন বকসীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর এলাকার চান মিয়ার ছেলে আজিজ মিয়া। বিয়ের কিছুদিন পর ববিতা তার স্বামীর বাড়ি বকসীগঞ্জ গেলে জানতে পারেন, আজিজের স্ত্রী ও সন্তান আছে। পরে ববিতা বাবার বাড়ি তুলশীরচর চলে এলে আজিজ তাকে নিতে আসেন।  তবে ববিতা সতীনের সাথে ঘর করবেন না বলে জানান। শুক্রবার রাতে আবারও আজিজ ববিতাকে নিতে শশুর বাড়ি এলে ববিতা বাড়িতে না পেয়ে আজিজ রাতেই তার শ্বশুরের প্রায় ক্ষেতে টমেটো ও ভুট্টার গাছ কেটে ফেলেন। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে বখতিয়ার বলেন, আমার মেয়েকে মিথ্যা বলে বিয়ে করেছে আজিজ৷ এখন মেয়ে তার বাড়িতে যেতে চায় না। আর এ কারণেই এমন ক্ষতি করেছে জামাই আজিজ। আমি এর বিচার চাই।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button