
ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ‘শেষ ঠিকানার কারিগর’ হিসেবে পরিচিত নিঃস্বার্থ গোরখোদক মো. মনু মিয়া (৬৭) আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জীবনের প্রায় অর্ধশত বছর তিনি মানুষের শেষ বিদায়ের সঙ্গী হিসেবে কাজ করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই তিন হাজারেরও বেশি কবর খনন করেছেন। কেবল নিজের গ্রামেই নয়, আশপাশের এলাকাতেও তিনি এই মহান কাজের জন্য সুপরিচিত ছিলেন। এই কাজের জন্য একসময় নিজের দোকান বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন তিনি। সেই ঘোড়ার পিঠে চড়েই তিনি ছুটে যেতেন দূর-দূরান্তের মৃতের বাড়িতে।
মনু মিয়ার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কিছুদিন আগে তার প্রিয় ঘোড়াটি মারা যায়। এরপর থেকেই তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং অসুস্থতা তাকে ঘিরে ধরে। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও তিনি আর পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘মনু মিয়া ছিলেন একজন দয়ার সাগর ও সত্যিকারের নিঃস্বার্থ মানুষ। তার এই চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। এমন মানুষের অভাব কখনো পূরণ হবে না।’
মো. মনু মিয়া শুধু একজন গোরখোদক ছিলেন না, তিনি ছিলেন মানবিকতা ও নিঃস্বার্থ সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পারিশ্রমিকের তোয়াক্কা না করে মানুষের শেষ যাত্রায় যিনি ছিলেন পরম বন্ধু, সেই ‘শেষ ঠিকানার কারিগর’ আজ নিজেই পাড়ি জমালেন তার শেষ ঠিকানায়। তবে তিনি বেঁচে থাকবেন অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায়।