
নিজস্ব প্রতিবেদক: দেশের খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক ও দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক সাঈদুর রহমান রিমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় নরওয়ে হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঈদুর রহমান রিমন তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে সাহসিকতা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেছেন। মৃত্যুকালে তিনি দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যম যেমন— দৈনিক সংবাদ, ইত্তেফাক, বাংলাবাজার পত্রিকা, মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন, মুক্তকণ্ঠ, দেশবাংলা এবং বাংলানিউজ-এ অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই অকাল প্রয়াণে সাংবাদিকতা জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। অনুসন্ধানী সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।