শিক্ষিকার পদত্যাগের দাবিতে নওগাঁ জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর মাঝে বিক্ষোভ ও আনন্দোলন

কাজী নূরনবী নাইস,নওগাঁ: শিক্ষিকা মোরশেদার পদত্যাগ দাবিতে নওগাঁ জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ সাধারণ ছাত্র-ছাত্রীদের আন্দোলন শুরু করেছে। অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ২১শে আগস্ট  বুধবার সকাল ১০ টা থেকে বিকাল  ৩টা ৩০ মিনিট পর্যন্ত একটানা সাড়ে ছয় ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে। তাদের মুখে মুখে স্লোগান ছিল এক দফা এক দাবি মোরশেদার শিক্ষিকার পদত্যাগ। শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাওয়া হলে তারা শিক্ষিকা মোরশেদার পদত্যাগ দাবিতে অনেক অভিযোগ উপস্থাপন করে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন- শিক্ষিকা মোরশেদা ক্লাসে গিয়ে মোবাইল নিয়ে ব‌্যাস্ত থাকে, তুই তুই বলে সম্বোধন করে, ছাত্র-ছাত্রীদের ধমক দিয়ে কথা বলে, ক্লাস ফাঁকি দেয়, এছাড়াও তিনি আমাদের   অভিবাবকবৃন্দের সঙ্গে ও খারাপ আচরণ করে থাকে।  তাই তারা ক্ষোভে ফুঁসছে,ক্ষোভ থেকে তারা বিক্ষোভে অংশ নিয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অত্র বিদ্যালয় তথা নওগাঁ জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মর্তুজা বশিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
শিক্ষার্থীরা আরো জানান,  অতি দ্রুত অনতিবিলম্বে শিক্ষিকা মোর্শেদার পদত্যাগ দাবি করছি। বিষয়টি নিয়ে ছাত্র-ছাত্রীরা অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করছি এবং এর সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button