শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করা অত্যাবর্শক : খাদ্যমন্ত্রী 

কাজী নূরনবী নাইস নওগাঁ জেলা প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে মানব সেবায় নিজেদের কে বিলিয়ে দেওয়ার আহবান জানান।
আজ শনিবার ০৬.০৭.২৪ ইং দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৩ইং  সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম অধ্যাবস্যই করতে হবে। বই আর বালিসকে আপন করতে হবে। মাদক ও মোবাইলের অপব্যবহার হতে নিজেদের বিরত রাখাতে কঠোর সংকল্প প্রতিজ্ঞা করতে হবে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানরা যেন অসৎ সঙ্গে না জড়ায় সেদিকে লক্ষ্য ও দৃষ্টি  রাখবেন,সন্তানদের ডিজিটাল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন ও পরিহারের মানসিকতা শেখাতে হবে। মোবাইলের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের উপকারের চেয়ে  ক্ষতি ও মানবিক অবক্ষয়  বেশি করে এটা বোঝাতে হবে। এসময় শিক্ষার্থীদের সাবজেক্ট বিষয় পছন্দের ক্ষেত্রে তাদের পছন্দ ও পারদর্শিতাকে গুরুত্ব দেওয়ার আহবান জানান।
পরে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৬০জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী,অভিভাবক ও গণমাধ্যমের প্রতিনিধি ছাড়াও সুশীল সমাজের একটি বর্গ  উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ সদর ০৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন,সদর উপজেলা চেয়ারম্যান মাহবুবুল হক কমল, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল এবং জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button