শরীয়তপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় দাউদ মিয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মেছের আলী মুন্সি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ খান একই এলাকার মৃত ইসমাইল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ বছর আগে সংঘটিত মেছের আলী মুন্সি কান্দি এলাকার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ছিলেন দাউদ খান। শুক্রবার রাতে বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন দাউদ খান। বাড়ির দরজার সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ধারালো অস্ত্র দিয়ে তার মুখে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

সকালে পরিবার ও স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশকে জানায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একই এলাকার মুজাম্মেল মাদবর নামের একজনকে আটক করে থানা পুলিশ। 

পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামতসহ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। 

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button