শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় দাউদ মিয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মেছের আলী মুন্সি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ খান একই এলাকার মৃত ইসমাইল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ বছর আগে সংঘটিত মেছের আলী মুন্সি কান্দি এলাকার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ছিলেন দাউদ খান। শুক্রবার রাতে বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন দাউদ খান। বাড়ির দরজার সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ধারালো অস্ত্র দিয়ে তার মুখে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে পরিবার ও স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশকে জানায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একই এলাকার মুজাম্মেল মাদবর নামের একজনকে আটক করে থানা পুলিশ।
পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামতসহ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।