শরীয়তপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপার মো. মাহবুবুল আলমের মতবিনিময়

মহসিন উদ্দিন,শরীয়তপুর : শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের  সাথে  পুলিশ সুপার মো. মাহবুবুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার  সাংবাদিক ও শরীয়তপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিগত ৬ মাসে এই জেলার অপরাধ দমন এবং দ্রুত তদন্ত কার্যক্রম সমাপ্ত করার পাশাপাশি জনগনের কাছে জেলা পুলিশের বিভিন্ন সেবা পৌঁছে দেয়ার সম্পূরক তথ্য প্রকাশ করেন, পুলিশ সুপার (এসপি) মো: মাহবুবুল আলম।

পাশাপাশি এই জেলার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তাদের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত গ্রহণ করেন তিনি। সেই সাথে থানা পুলিশ কর্তৃক যেকোনো ধরনের হয়রানির শিকার হলে উর্ধ্বতন কর্মকর্তাদের তাৎক্ষণিক জানানোর অনুরোধ জানান তিনি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button