শক্ত সরকার নয়, চাই মানবিক আমলা—তবেই বদলাবে প্রজাতন্ত্রের ভাগ্য

প্রজাতন্ত্রের প্রধান যিনিই হোন না কেনো, তিনি যতই কঠোর নীতির হোন না কেনো—একজন ব্যক্তি একা একটি রাষ্ট্র পরিবর্তন করতে পারেন না। কারণ রাষ্ট্রের প্রতিটি সেবার শিকড় ছড়িয়ে আছে প্রশাসনের গভীরে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমলারা। এই আমলাতন্ত্র যদি মানবিক গুণাবলিতে শূন্য থাকে, তাহলে হাজারটা উন্নয়ন প্রকল্পও শুধুমাত্র কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।

আমলারা যদি মানবিক না হন, যদি নীতিবোধ ও দায়বদ্ধতা তাদের চরিত্রে না থাকে, তাহলে দুর্নীতি, অব্যবস্থা আর হাহাকার দূর হবে না—বরং আরও গভীর হবে। একটি দুর্নীতিপরায়ণ আমলা মানেই একজন অসহায় রোগীর জন্য অনুপস্থিত চিকিৎসা, একজন দরিদ্র কৃষকের জন্য প্রাপ্য ভর্তুকির অপচয়, একজন শিক্ষার্থীর জন্য ন্যায্য সুযোগের বঞ্চনা।

আমরা বারবার ভোট দেই পরিবর্তনের আশায়, শ্লোগান শুনি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের স্বপ্নে। কিন্তু প্রশ্ন হলো, নিচের স্তরে যারা সেই পরিবর্তন বাস্তবায়ন করবেন, তাদের মনোজগতে কি আদৌ কোনো পরিবর্তন এসেছে? একজন কঠোর প্রধানমন্ত্রী যদি রাতদিন ঘুষ বন্ধের নির্দেশ দেন, কিন্তু একজন নির্বাহী কর্মকর্তা যদি ঘুষ ছাড়া ফাইল নড়ান না—তাহলে সে আদেশ কোথায় কার্যকর হবে?

রাষ্ট্র তখনই বদলাবে, যখন একজন ইউএনও কিংবা সচিব শুধু আইন নয়, মানবিকতা নিয়েও জনগণের পাশে দাঁড়াবেন। রাষ্ট্র তখনই সঠিক পথে হাঁটবে, যখন একজন আমলা নিজের ক্ষমতা নয়, নিজের দায়িত্বকে বড় করে দেখবেন।

আজ প্রয়োজন শক্ত সরকার নয়, প্রয়োজন একটি মানবিক প্রশাসন। একটি মানবিক রাষ্ট্র ব্যবস্থার ভিত গড়ে তুললেই কেবল দুর্নীতি, বৈষম্য, আর হাহাকারের দিন শেষ হবে। নয়তো শাসক বদলাবে, নীতি বদলাবে, মুখোশ বদলাবে—কিন্তু বাস্তবতা একই থেকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button