লামায় ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর প্রচারণা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মো. ইউছুপ মজুমদার এম এ, বান্দরবান: দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভির) শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি-২০২৫’ পুনরায় শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে্য বান্দরবান জেলার লামা উপজেলায় ২১ আগষ্ট ২০২৫ তারিক রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রচারণা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হিল-মারুফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, ভারপ্রাপ্ত তথ্য সেবা কর্মকর্তা রিনা আক্তার, স্থানীয় গণমাধ্যমকর্মী, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের পরিচালকবৃন্দ ও অভিভাবকগণ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নতুন কুঁড়ি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের এক অনন্য মঞ্চ। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি, সাহিত্য ও শিল্পচর্চার সঙ্গে বেড়ে উঠবে।”

সভায় সহকারী তথ্য অফিসার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্রতিযোগিতার গুরুত্ব ও অংশগ্রহণকারীদের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান পরিবেশনা উপস্থিত সকলকে আনন্দিত করে তোলে।
সভা শেষে নতুন কুঁড়ি-২০২৫ এর সফল আয়োজনের জন্য সকলে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button