আব্দুল্লাহ আল মামুন: শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাঞ্চল্যকর কৃষক কামাল বেপারী হত্যা মামলার প্রধান আসামী মোঃ আলী হোসেন (৪২) ও মোঃ আমির হোসেন (৩৭) গ্রেফতার করেছে র্যাব -৮।
গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে সোমবার ( ২১ অক্টোবর ) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের সময় অভিযান পরিচালনা করে ঢাকা জেলা সাভার মডেল থানাধীন উড়াইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, আধিপত্য বি¯ত্মার নিয়ে দীর্ঘদিন যাবৎ নড়িয়া উপজেলার কাজিকান্দি এলাকার আলী হোসেন সরদারের সঙ্গে একই এলাকার কামাল বেপারীর দ্বন্দ চলে আসছিলো। তারই ধারাবাহিকতা ১৮-১০-২০২৪ তারিখ শুক্রবার সকালে স্থানীয় একটি সাঁকো নিয়ে কামাল বেপারীর স্ত্রী মাসুদা বেগমের সঙ্গে প্রতিপক্ষ আলী হোসেনের চাচাতো ভাই আয়নাল সরদারের স্ত্রী শিরিন বেগমের বাকবিতন্ডা হয়। এ বিষয় নিয়ে আলী হোসেন, আয়নাল সরদাররা ক্ষিপ্ত হয়। পরে দুপুরে স্থানীয় আন্ধারমানিক বাজার থেকে বাড়িতে ফেরার সময় আলী হোসেন, আয়নাল সরদারসহ ১০-১২ জন মিলে কামাল বেপারীকে কাজিকান্দি এলাকার ইদ্রিস সরদারের বাড়ির ভেতরে নিয়ে চাপাতি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে এলাকার বেসরকারি হাসপাতাল দেওয়ান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে বিকালে ঢাকা মেডিকেলে কামাল বেপারীর মৃত্যু হয়। উক্ত ঘটনায় নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। যাহার মামলা নং-১২, তারিখ-২১-১০-২০২৪ ।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প এবং র্যাব-৪, সিপিসি-২ কোম্পানী কর্তৃক বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে অদ্য ২১ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ রাত ০০:৪৫ ঘটিকায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন উড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে শরীয়তপুর জেলার নড়িয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।