বান্দরবান প্রতিনিধি: বৃহস্পতিবার ২৬সেপ্টেম্বর সকালে রোয়াংছড়ি উপজেলার সাব জোন কমান্ডার মেজর ইয়াসিন, কর্তৃক স্থানীয় রোয়াংছড়ি কলেজে সেনাবাহিনীতে যোগদানে উদ্বুদ্ধ করন ও দেশের সেবায় নিয়োজিত হয়ে সেবাদানের লক্ষ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, প্রেষণা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রধান করেন । এছাড়া উক্ত কর্মশালা সমাপ্তিতে মেধাবী ও কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধিতে, শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলার সাব কমান্ডার মেজর ইয়াছিন,রোয়াংছড়ি উপজেলার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী!
37