রূপসা ভৈরবের নাব্যতা সংকটের কারণে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি ভোগান্তির স্বীকার হচ্ছে খুলনাবাসী – জনউদ্যোগ

জাফর ইকবাল অপুঃ রূপসা ভৈরবের নাব্যতা সংকটের কারণে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি ভোগান্তির স্বীকার হচ্ছে খুলনাবাসী। শহর লাগোয়া ময়ূর নদ ও খালগুলো একদিকে যেমন দখল হয়ে গেছে অন্যদিকে তেমনি ভরাট হয়ে গেছে। যে কারণে সামান্য বৃষ্টিতে পানি না নামতে পেরে শহরে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। সিটি করপোরেশন একের পর এক কোটি টাকার প্রকল্প হাতে নিলেও নগরবাসী হাজার টাকারও উপকার হয় না। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আগে সঠিক পরিকল্পনা জরুরি। রূপসা, ভৈরব ও ময়ূর নদসহ ২২টি খাল সংস্কার ও খনন না করা হলে কোনোভাবেই এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় খুলনা মহানগরী। এ সমস্যা সমাধানে একাধিক প্রকল্প নেওয়া হলেও কোনো কাজ হয়নি। এখন সময়ের দাবি রূপসা, ভৈরব ও ময়ূর নদসহ ২২টি খাল সংস্কার ও খনন করা।
মহানগরীসহ এ অঞ্চলের পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ, মৎস্য চাষ, নদী নির্ভর মানুষের স্বাভাবিক জীবন-যাপন পুনরুদ্ধারে ময়ূর ও ভৈরব নদ এবং রূপসা নদীর খনন এখন সময়ে দাবি। এভাবে বললেন জনউদ্যোগ,খুলনার সংবাদ সম্মেলনে বললেন নাগরিক নেতৃবৃন্দ।
আজ শনিবার বিকাল ৫টায় জনউদ্যোগ,খুলনার উদ্যোগে খুলনা আর্ট স্কুলের মিরনায়তনে রূপসা, ভৈরব ও ময়ূর নদসহ ২২টি খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বীর মৃক্তিযোদ্ধা এ্যাড. আফম মহসীন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টিও মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম,  সমাজসেবক মাছুদ মাহামুদ, জনউদ্যোগ,খুলনার আহবায়ক শিক্ষক মানস রায়, শিক্ষক নেতা মো: জাহাঙ্গীর আলম, শিক্ষক অশোক কুমার মন্ডল, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায় ,সাংবাদিক দেবব্রত রায়, সাংবাদিক সাগর সরকার প্রমুখ।
বক্তারা বলেন, মহানগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে ময়ূর নদী খননের পাশাপাশি রূপসা ও ভৈরব নদেরও নাব্যতা বৃদ্ধি করা দরকার। নগর সংলগ্ন নদীগুলির নাব্যতা হ্রাস পাওয়ায় জোয়ারের সময় পানি নিস্কাশন বাঁধাগ্রস্থ হচ্ছে । এই সংকট থেকে উত্তরণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সময়োপযোগী পদক্ষেপ দরকার।
খুলনা শহর ও আশেপাশের জলাবদ্ধতা দূর করতে প্রাকৃতিকভাবে নদী, খাল, জলাশয় সংরক্ষণ করে জলাবদ্ধতা নিরসন, মাটির তলদেশের পানি রিচার্জ, লবনাক্ততার প্রভাব, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button