বরুড়া,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার বরুড়া শাকপুর ইউনিয়নের শাকপুর গ্রামে স্বামী আবুল খায়েরে সহযোগীতায় স্ত্রী কে গনধর্ষন করার অভিযোগ উঠেছে।
ঘটনার সুত্রে জানা যায়, স্বামী আবুল খায়ের মাদক সেবী, মাদকের টাকার জন্য, সে প্রায়ই তার স্ত্রীকে টাকার জন্য চাপ প্রয়োগ করে এবং বিভিন্ন ব্যক্তির সাথে শাড়ীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয়। ঘটনার গত ১৫ ই এপ্রিল দিবাগত রাত ১ ঘটিকার সময় স্বামী ধর্ষক নুরুল ইসলাম নুরা কে নিজ বাড়ীতে নিয়ে যায় এবং স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোড় পুর্বক স্বামীর সহযোগিতায় ধর্ষন করে। একই রাত ভোর ৫ ঘটিকার সময় শাকপুরস্থ উত্তর পাড়া নুরুল ইসলামের বাড়ীতে নিয়ে যায়। পরবর্তীতে ১৬ তারিখ দিবাগত রাত ২ ঘটিকার সময় নুরুল ইসলাম আবারো তাকে জোড় পুর্বক ধর্ষন করে। পরবর্তীতে ১৭ তারিখ রাত ৯ ঘটিকার সময় স্বামী আবুল খায়ের ও নুরুল ইসলাম মিলে শলাপরামর্শ করে শাকপুর গ্রামের মনির হোসেন এবং আদ্রা ইউনিয়নের নরিন্দ্রপুর মোল্লা বাড়ী মহিন উদ্দিনের সিএনজি তে করে, নরিন্দ্রপুরস্থ ধানের জমিতে সেচ কাজে নিয়োজিত সিএনজি ড্রাইভার আবদুল ওহাব মিয়ার মেশিন ঘরে নিয়ে যায় এবং সেখানে পালাক্রমে নুরুল ইসলাম, মনির হোসেন ও সিএনজি ড্রাইভার মহিন ধর্ষন করে। ধর্ষন শেষে ভিকটিম কে সিএনজি যোগে উপজেলা শাকপুর নতুন বাজার কালভাটের উপর ফেলা যায়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে বরুড়ায় একটি অভিযোগ করে। মামলা নং-১২,তাং-১৯/০৪/২০২৪ খ্রিঃ,ধারা-২০০০, নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী /০৩)এর ৯(৩)/৩০।
মামলা রুজুর পরপরই থানা অফিসার ইনচার্জ তার চৌকস টিম নিয়ে ২০/০৪/২০২৪ নিয়ে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে তিন জন অভিযুক্ত আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়। ভিকটিমের স্বামী আবুল খায়ের পলাতক।তাকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।আসামী তিন জন কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।