
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. জাকির হোসেন সভাপতি এবং নাছির উদ্দিন টনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা সদরের বরেন্দ্র গেট সংলগ্ন ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. জাকির হোসেন (ছাতা প্রতীক) ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন টনি (আনারস প্রতীক) ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে সাদেকুল ইসলাম শাজাহান ও আব্দুস ছালাম যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তরিকুল ইসলাম আকাশ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি পদে মো. মুন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. বুলবুল, অর্থ সম্পাদক পদে আশরাফুল, দপ্তর সম্পাদক পদে মাসুদুর রহমান, প্রচার সম্পাদক পদে বাবু প্রামানিক এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. ফজলু ও মো. বুলবুল বুলু।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান। তিনি জানান, ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ৪৬১ জন, যার মধ্যে ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।