
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী মোঃ রাজিন আহমেদ তার একক প্রচেষ্টায় রচনা ও সম্পাদনা করেছেন সাধারণ জ্ঞানের সবচেয়ে আধুনিক সংস্করণের বই “রাজিন’স GK”। বইটিতে বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক বিষয়ের দারুন সমন্বয় তুলে ধরা হয়েছে।
বইটিতে গুরুত্বপূর্ণ তথ্য, মানচিত্র এবং ছবি সংযোজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই সাধারণ জ্ঞান শিখতে ও মনে রাখতে পারে। এছাড়াও এমসিকিউ অংশগুলো সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করার সুযোগ হিসেবে রাখা হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে বিজয় দিবস হলের 112 নম্বর রুম ও বালির মাঠের লাইব্রেরীতে।
গোবিপ্রবি শিক্ষার্থী আক্কাছ আলী জানান, “রাজিন’স GK বইটি বাজারে গতানুগতিক অন্যান্য বই থেকে সম্পূর্ণ আলাদা। বইতে প্রয়োজনীয় মানচিত্র এবং তথ্য, হাইলাইটেড অংশ থাকায় খুব সহজেই সাধারণ জ্ঞান পড়ে মনে রাখতে পারছি। আশা করি বইটি অন্যান্য চাকরি ও ভর্তি পরীক্ষার প্রার্থীদের জন্য খুব উপকারী হবে।”
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ রবি উল্লাহ জানিয়েছেন, আমাদের অর্থনীতি বিভাগের ছাত্র রাজিন সাধারণ জ্ঞান এর সাম্প্রতিক তথ্য সম্বলিত যে বইটি বাজারে এনেছে সত্যিকার অর্থে চাকরি প্রত্যাশিত দের জন্য এটি একটি সহায়ক গ্রন্থ। রাজিন ও তার অসাধারণ বইটির জন্য অর্থনীতি বিভাগের পক্ষ থেকে শুভাকামনা।
লেখক মোঃ রাজিন আহমেদ বলেন, “বইটি প্রকাশ করতে পেরে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। বাজারে গতানুগতিক বইয়ের থেকে বইটি সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করেছি। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রচুর মানচিত্র, তথ্য এবং ছবি যোগ করেছি, যাতে করে শিক্ষার্থীরা খুব সহজেই সাধারণ জ্ঞানের ভয়কে জয় করতে পারে। আমি মনে করি বইটি পড়ে চাকরি ও এডমিশন শিক্ষার্থীরা খুব সহজেই সাধারণ জ্ঞান অংশে ভালো করবে।”




