
অনলাইন ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগের জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত ‘জান্নাতী ছাত্রী হোস্টেল’ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষে রুমীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত জান্নাত আরা রুমী সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, ওই তরুণী ছাত্রী হোস্টেলে অবস্থানকালীন সময়েই এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা তদন্ত করে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, রাজনৈতিক কর্মীর এমন অস্বাভাবিক মৃত্যুতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।




