রাকসু নির্বাচনে সাবেক সমন্বয়কের স্বতন্ত্র প্রার্থী ঘোষণা

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সাংসদ (রাকসু) নির্বাচনে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক (জিএস) ও সিনেট সদস্য পদে লড়বেন।

আজ শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪ টা দিকে রাবির পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ফাহিম রেজা বলেন, রাকসু’র আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক( জিএস)ও সিনেট সদস্য পদে ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে তিনি কিছু অঙ্গীকারের কথা বলেন। সেগুলো হলো- শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর ভূমিকা রাখা, আবাসন সংকট নিরসনে ছাত্র-ছাত্রী উভয়ের জন্য সুষ্ঠু পরিকল্পনা গ্রহণও বাস্তবায়ন, গবেষণা ও উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করা,লাইব্রেরি,ল্যাব ও অন্যান্য শিক্ষা সুবিধা আধুনিকায়নে কাজ করা এবং সকল শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ,বৈষম্যহীন ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করা।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button