নিজস্ব প্রতিবেদক: সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ-এর পক্ষ থেকে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ এলাকার সড়কে পাশে ভাসমান ছিন্নমূল দুস্থ অসহায় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার রাত ১১ টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন রাইট টক বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আল আমিন এম তাওহীদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি সাধক, সাংগঠনিক সম্পাদক শান্তা আক্তার, অর্থ সম্পাদক রাকিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জান্নাতুন মনি, মানবাধিকার বিষয়ক সম্পাদক জিহাদ বাবু, সহ-স্বাস্থ্য বিষয়ক গোলাম রায়হান, সহ-সমাজসেবা সম্পাদক নুরুল ইসলাম বাবু, সদস্য নজরুল ইসলাম, আফরাহিম হাওলাদার, তানজিন ইসলাম তিশা ও আহমদউল্লাহ হক প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ সংগঠনটির সকল সদস্যদের উদ্যোগে এই মানবিক কাজের আয়োজন করা হয়।