বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলার রশীদপুর গ্যাস ফিল্ডে নতুন কূপের গ্যাস সঞ্চালনের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ,এমপি।তিনি ১৮ ফেব্রুয়ারী দুপুরে উদ্বোধন করেন। এ কূপের উদ্বোধনের মাধ্যমে জাতীয় গ্রিডে নতুন করে যুক্ত হয় আরও ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।তিনি পরবর্তীতে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ডে একটি অপটিমাইজেশন প্রজেক্ট উদ্বোধন করেন করেন। এই প্রকল্পে একটি টারবো এক্সপেন্ডার ও বুস্টার কম্প্রেসার রয়েছে। এই দুটো ইউনিট স্থাপনের ফলে গ্যাস উত্তোলন হ্রাসের প্রবণতা থামবে এবং কনডেনসেট উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, এমপি; পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার,উপজেলা নির্বাহী অফিসার, বাহুবল তাহমিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, নবীগঞ্জ অনুপম দাস অনুপ সহ প্রমুখ সংলিষ্ট কর্মকর্তাবৃন্দ।