যোগাযোগের জন্য চলচ্চিত্র খুব শক্তিশালী মাধ্যম: শর্মিলা

নিজস্ব প্রতিবেদক: বর্ণিল আয়োজনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের আড়াইশ সিনেমা এতে প্রদর্শিত হবে। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত ছয়টি মিলনায়তনে সিনেমাগুলো প্রদর্শিত হবে। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এ উৎসব বিনামূল্যে উপভোগ করা যাবে।

শনিবার বিকালে জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমহাদেশের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, ঢাকায় চীনা দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা ইউ লিওয়েন।

অনুষ্ঠানে শর্মিলা ঠাকুর বলেন, যোগাযোগের জন্য ফিল্মের চেয়ে শক্তিশালী শিল্প হয় না। আমি ইরানি চলচ্চিত্র ও ইরানের সংস্কৃতি দারুণ পছন্দ করি। ফিল্ম নিয়ে আয়োজিত এ উৎসবে অনেক কথা হবে, অনেক বোঝাপড়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মিলনায়তনের বড় পর্দায় দেখানো হয় ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজমের ছবি ‘ফেরেশতে’। প্রদর্শনীর আগে মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

সিনেমা দেখানো হবে জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস নেবেন ইরানি সিনেমার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ‘চিলড্রেন অব হেভেন’, ‘বারান’ এবং ‘সং অব স্প্যারো’র মতো বিশ্বনন্দিত সিনেমার পরিচালক মাজিদ মাজিদি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button