যশোরে ব্যবসায়ী নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময়: ব্যবসায়ীদের পাশে থাকবে জামায়াত

যশোর প্রতিনিধি: জামায়াত ইসলামি যশোর শহর সাংগঠনিক জেলার পেশাজীবি থানার উদ্যোগে শহরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সন্ধায় শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন হোটেল রেড টাউনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
সভাপতিত্ব করেন সংগঠনের পেশাজীবী সাংগঠনিক থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন।
প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের দু:শাসনে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারেন নাই। আপনারা নানা ধরনের চাঁদাবাজী, হয়রানীর শিকার হয়েছেন। ৫ই আগস্ট ছাত্র-জনতা-সৈনিকের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এর মাধ্যমে দেশের মানুষ মুক্তির সুবাতাস অনুভব করছে। জামায়াত সবসময় ব্যবসায়ীদের পাশে ছিল। আগামীতে থাকবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী বাংলাদেশে একটি কল্যাণ মূলক রাষ্ট্র গঠনের সংগ্রামে নিয়োজিত রয়েছে। এজন্য আমাদের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। সুখী সমৃদ্ধ দেশ গঠনে ব্যবসায়ীদের সমর্থন চান জামায়াত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দস, সহকারী সেক্রেটারী অধ্যাপক শামসুজ্জামান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা প্রচার সেক্রেটারি মুহাম্মাদ শাহাবুদ্দীন বিশ^াস, পেশাজীবি থানার গাউসুল আযম ও মো: রেজাউল করিম প্রমুখ। মতবিনিময়ে সভা সঞ্চালনা করেন পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button