মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্মেলন প্রস্তুতি কমিটি প্রকাশ হয় , অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২৪ হতে পূর্বের সকল কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্ততি কমিটির অনুমোদন দেওয়া হয় , সেটির মেয়াদ ৩ মাসের , সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক , এম এমদাদুল হক মিন্টু যুগ্ম আহ্বায়ক এ্যাড. দীপ্তিব্দু কুমার দাশ কাজল, এ্যাড রুদ্রজিৎ ঘোষ মিশু, ফজলে এলাহি নিপুন , এ্যাড. সুবিমল লিব্দকিরি , সুরজিত পাল, সম্মেলন প্রস্ততি কমিটি সদস্য – সচিব হলেন আহমেদ উদ্দিন। সম্মানিত সদস্য বৃন্দ হলেন এ্যাড. ছয়েফ উদ্দিন বেগ, নূরুল হক, এ্যাড. সুভাষ ঘোষ, সৈয়দ মুহিদ আলী, তফাদার রেজওয়ানা সুমি, ফয়জুর রহমান, ফয়জুর রহমান ফয়েজ, অখিল বিশ্বাস , কয়েছ আহমেদ, এ্যাড. সুফায়েল আহমদ, আহসান হাবীব টিপু, সোহেল আহমদ লাল, সৈয়দ হোসাইন নূর আলী সৈকত, শাহ হানিফ মান্না, এ্যাড. মিলন সিনহা, এ্যাডঃ ওয়াহিদুল ইসলাম, এ্যাড. হিমাদ্রী ভট্রাচার্য্য, এ্যাড. হেমেন্দ্র দাশ, মিঠন দাশ, শেখ পলাশ , আজিজুর ইসলাম জয়, বাবার আহমদ, জুবেল আহমদ।বাংলাদেশ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট
সম্মেলন প্রস্তিত কমিটি টা প্রকাশ করেন কেন্দ্রীয় কমিটি কীর্যকারী কমিটি সভাপতি , এম এ মিলন মিয়া ও সম্পাদক মোঃ সাজ্জাদুর হক লিকু সিকদার ।