মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শাহমোস্তফা রোডে গণকবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার কার্যালয়, জেলা ও উপজেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলার নির্বাচন কবে আলোচনা সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় রাজনীতিবিদ, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা, ২৫ মার্চ ভয়াল কালোরাতে প্রাণ হারানো সকল শহীদদের স্মরণ করেন। উল্লেখ্য, ১৯৭১ সালে মৌলভীবাজার শহরের মনু-নদের পারে ইটখোলায় ঘুমন্ত শ্রমিকদের হ ত্যা করে পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকারেরা। পরে তাদের শাহমোস্তফা সড়কের এই স্থানে গ ণ ক ব র দেওয়া হয়।
1