মির্জা ফখরুলকে ওবায়দুল কাদেরের চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানতে চেয়েছেন, ‘বন্দী ২০ হাজার নেতাকর্মী কীভাবে ৬০ লাখ হলো এ বিষয়ে তালিকা দিন।

সোমবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ চ্যালেঞ্জ করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ২০ হাজার নেতাকর্মী আটক হয়েছিল, তা হয়ে গেল ৬০ লাখ! আমি তাকে চ্যালেঞ্জ করছি তিনি যেন অবিলম্বে সেই তালিকা প্রকাশ করেন। নয়তো মিথ্যাচারের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য বিএনপির জন্ম হয়েছে। বিএনপি এদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায়। মুক্তিযুদ্ধে বিএনপির কোনো ভূমিকা ছিল না। বিএনপিই তো তখন ছিল না। তারা তো মুক্তিযুদ্ধের চেতনাকে অনুভব করবে না।

তিনি বলেন, বিএনপির সরকার পতনের আন্দোলন করার শক্তি ও সাহস নেই। বাংলাদেশের জনগণ বিএনপির আন্দোলনকে সমর্থন দেয়নি। তাই তারা বুঝে গেছে আন্দোলন করে লাভ নেই। এছাড়া তারা আন্দোলন করার সক্ষমতা রাখে না। জনগণ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি। ভবিষ্যতেও হবে না। আন্দোলন করার শক্তি ও সাহস বিএনপির নেই।

পহেলা বৈশাখ নিয়ে বিএনপির মন্তব্যে ওবায়দুল কাদের বলেন, বাঙালি জাতিসত্তা যে দিনটি ধারণ করে সেই দিনটিকেই তারা অস্বীকার করে। তারা তো বাংলার সংস্কৃতিকে অস্বীকার করে। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। বিএনপি যদি বাংলা সংস্কৃতিকে বিশ্বাস করত তাহলে তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও বিশ্বাস করত। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির চেতনাকে বিশ্বাস করবে তা আশা করা যায় না। তারা তো স্বাধীনতাবিরোধী দল। সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button