মামলা করায় আসামীদের ভয়ে ১০ দিন ধরে বাড়িছাড়া পরিবার

জেলা প্রতিনিধি, নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক কলহের জেরে হামলার ঘটনায় মামলা করায় আসামীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী এনামুল হক ও তার পরিবার দশদিন ধরে বাড়িছাড়া জীবন যাপন করছেন।

ভুক্তভোগী এনামুল হক উপজেলার বাহাগিলী ইউনিয়নের টেপাদহ এলাকার মৃত আকবর আলীর ছেলে। এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে আটজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

আসামীরা হলেন— টেপাদহ এলাকার মৃত আকবর আলীর ছেলে আমজাদ হোসেন (৫৫), তার ভাই রেজাউল ইসলাম (৪৫), রেজাউলের ছেলে লেমন মিয়া (১৯), জাহেদুল ইসলামসহ আরও কয়েকজন।

এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এনামুল হকের সঙ্গে আসামীদের পারিবারিক বিরোধ চলছিলো। এর জেরে গত মাসের ৭ তারিখে তারা সঙ্গবদ্ধ হয়ে এনামুলের পরিবারের ওপর হামলা চালায়। এতে ঘরবাড়ি ভাঙচুর ও আবাদি জমির ফসলের ক্ষতি হয়। পরে নিরাপত্তার স্বার্থে থানায় মামলা করেন এনামুল।

কিন্তু মামলা করার পর থেকেই আসামীরা তাকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। সম্প্রতি এনামুলকে জমির মাটি কাটতে বাধা দিলে তাকে ও তার পরিবারকে মারধর করা হয়। পরবর্তীতে আবারও প্রাণনাশের হুমকি দিয়ে বাড়িছাড়া করে দেয় আসামীরা। বর্তমানে তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় রয়েছেন।

ভুক্তভোগী এনামুল হক বলেন, “আসামীরা আমাদের বারবার মারধর করে, মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। আমরা বাড়িতে গেলে আবার হামলা চালায়। তাই ভয়ে দশদিন ধরে বাড়িছাড়া আছি।”

তার স্ত্রী দুলালি বেগম বলেন, “আমরা থানায় মামলা করেছি ন্যায়বিচারের আশায়। কিন্তু মামলার পর থেকে অত্যাচার আরও বেড়েছে। আমরা চাই প্রশাসন আমাদের নিরাপত্তা দিক।”

এ বিষয়ে অভিযুক্ত আমজাদ হোসেন বলেন, “সে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। মামলা তুলে নিলে আর কোনো সমস্যা হবে না।”

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীদের নিরাপত্তা দেওয়া হবে। তারা বাড়িতে ফিরতে পারে— প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।”

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button