মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সুশাসন ও সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন: মাদারীপুর, ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (মা-শিশু স্বাস্থ্য ও পুষ্টি) খাতে সুশাসন নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে মাদারীপুরে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মাদারীপুর এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর এর যৌথ আয়োজনে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি সেতারা-সাহিনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির সেবাগ্রহীতা, সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, ছাত্র-ছাত্রী, তরুণ, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, ব্যবসায়ী, সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সনাক, ইয়েস ও এসিজি সদস্যসহ প্রায় ২০০ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যার মধ্যে প্রায় ১০০ জন নারী ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব:
গণশুনানি অনুষ্ঠানের উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্যে মাদারীপুর সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক ডা: রুনিয়া বেগম আলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির ওপর জোর দেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কার্যকর মনিটরিং ব্যবস্থা, দুষ্টের দমন ও শিষ্টের লালন প্রয়োগের অভাব এবং স্থানীয় জনগণের সক্রিয় সম্পৃক্ততার অভাবে সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোতে প্রকৃত অর্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না। এই লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভার সভাপতি জনাব মহাদেব বর্মন টিআইবি/সনাকের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এই গণশুনানিকে কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে উন্মুক্ত আলোচনা:
গণশুনানি অনুষ্ঠানে সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্ন ও মতামতের জবাব দেন অনুষ্ঠানের অতিথি ও সেবাদাতা জনাব মতিউর রহমান, উপপরিচালক (পরিবার পরিকল্পনা), জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মাদারীপুর; জনাব ফারজানা খানম, মেডিকেল অফিসার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মাদারীপুর; এবং জনাব মোহাম্মদ আহসানউল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত), মাদারীপুর সদর উপজেলা, মাদারীপুর। উপপরিচালক, পরিবার পরিকল্পনা, মাদারীপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবার তথ্য তুলে ধরেন।

শ্নোত্তর পর্বের শেষান্তে উপপরিচালক বলেন, সেবাগ্রহণকারী বা জনগণই হলো রাষ্ট্রের প্রকৃত মালিক এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারি কর্মকর্তারা কাজ করছেন। তিনি স্বীকার করেন যে, সুশাসনের অভাবের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায়, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবার মানোন্নয়নের পথে অনেক সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে বাজেট স্বল্পতা, নিয়মিত বরাদ্দের সমস্যা, ঔষধের স্বল্পতা, অবকাঠামোগত সমস্যা, জনবান্ধব সেবাবিধি ব্যবস্থার অভাব, সেবাপ্রদানকারীদের দায়িত্ব পালনে ঘাটতি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার অভাব উল্লেখযোগ্য। তিনি সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে জনগণকে কাঙ্ক্ষিত মানের সেবা প্রদানের অঙ্গীকার করেন। বিশেষ করে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ সকল স্বাস্থ্যকেন্দ্র নিয়মিত ও সময়মতো খোলা রাখা, ডাক্তার ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ সকল কর্মীদের অফিসে উপস্থিতি নিশ্চিত করা, যথাযথভাবে সেবা প্রদান ও ঔষধের সর্বোত্তম ব্যবহার, সেবার পরিবেশ রক্ষা করা এবং নারী, প্রান্তিক জনগণ ও প্রতিবন্ধীবান্ধব পরিবেশ ও সুবিধা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি মুক্তভাবে প্রশ্ন করার জন্য কমিউনিটি, সাধারণ জনগণ ও সুধী সমাজকে ধন্যবাদ জানান। এ ধরনের অংশগ্রহণমূলক গণশুনানি আয়োজনের জন্য তিনি টিআইবি সনাককে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ইয়েস, এসিজি ও সাধারণ জনগণকে সাথে নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
মুক্ত আলোচনায় সেবাগ্রহীতাদের পাশাপাশি সনাক, ইয়েস ও এসিজি’র প্রতিনিধিবৃন্দ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করেন এবং সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষের কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব এনায়েত হোসেন নান্নু, সহসভাপতি, সনাক এবং আশীষ কুমার বৈদ্য, সদস্য, সনাক, মাদারীপুর। গণশুনানি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আঞ্জুমান আরা কবির, যুগ্ম-আহ্বায়ক, স্বাস্থ্য বিষয়ক উপকমিটি, সনাক, মাদারীপুর।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button