সাবরীন জেরীন: জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের লক্ষ্যে মাদারীপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বিকেল ৪ ঘটিকার সময় আগামী (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেন অসহায়, দরিদ্র মানুষের বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম ও জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য দিবসটি কার্যকরভাবে পালন করতে সকলকে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা দিবসটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে সুষ্ঠুভাবে পালনের জন্য বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন ও স্কতঃস্ফূর্তভাবে সার্বিক সহযোগীতার অঙ্গীকার করেন।
জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) তানিয়া আক্তার।
সভায় আইনগত পরামর্শ প্রদান, বিকল্প বিরোধ নিস্পত্তি, আইনগত তথ্য সেবা প্রদান, সরকারী খরচে মামলা দায়ের, পরিচালনা ও আইনজীবী নিয়োগসহ জেলা লিগ্যাল এইড কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে আগামী রবিবার (২৮শে এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ৯ টায় শান্তির প্রতীক বেলুন ও পায়রা উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে আইনগত সহায়তা দিবসের শুভ সূচনা হবে। এরপর মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও রয়েছে রক্তদান ও ৩দিন ব্যাপী মেলা।