মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সোমবার সকালে এলাকাবাসীর আয়োজনে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয় এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন বোরহান মোল্লা মারা যাওয়ায় আগে তার হত্যাকারীদের নাম বলে গেছেন সেই আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা প্রশাসনকে বলতে চাই আসামিদের দ্রুত গ্রেফতার করুন সে যে দলেরই হোকনা কেন তার পরিচয় সে অপরাধী।
আপনারা আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করুন আর তা-না হলে আমরা মাদারীপুরবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। আমরা আমাদের ভাইকে হারিয়েছে, সন্তানরা তাদের পিতাকে হারিয়েছে, আমরা আর কোন মায়ের বুক খালি হোক সেটা আমরা দেখতে চাইনা।আমরা দ্রুত বোরহান মোল্লাসহ সকল হত্যার বিচার চাই।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কামাল সরদার,পৌর যুবদলের সদস্য সচিব কামরুল হাসান,যুবদল নেতা সালাউদ্দিন হোসেনসহ জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button