সাবরীন জেরীন: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার, বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য, নিয়ে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। জেলা প্রশাসনের আয়োজনে এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমিরী হক, উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, মাদারীপুর জেলা মাধ্যমিক অফিসার মো. হাবিবুল্লাসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ।
শিক্ষকদের সম্মানে ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপন করে আসছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংস্থা ইউনেসকো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।