মাদারীপুরে অধিগ্রহনের টাকা আত্মসাতের দায়ে চাচা গেলো কারাগারে

সাবরীন জেরীন : মাদারীপুরে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ৫১ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন চাচা মোঃ হাবিবুর রহমান তায়ানী (৫৫)। বিষয়টি বুঝতে পেরে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার মামলা করেছেন ভাতিজা মোঃ মিজানুর রহমান তায়ানী।

এ মামলায় মাদারীপুর সদর থানা পুলিশ গত শনিবার বিকেলে আসামি হাবিবুর রহমান তায়ানীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ১০৬নং মহিষেরচর মৌজায় এসএ ১৬৫১নং খতিয়ানে ২৬২৩ ও ২৬২৪ দাগের রেকডীয় ৬ শতাংশের মালিক মোঃ মিজানুর রহমান তায়ানীর পিতা মতলেব তায়ানী। মতলেব তায়ানীর মৃত্যুর পরে এই সম্পত্তির মালিক হয় তার ছেলে মোঃ মিজানুর রহমান,লিটন তায়ানী ও তার মেয়ে মমতাজ বেগম। এছাড়া একই দাগে দুই দলিলে ১৮.৫০ শতাংশ জমি ক্রয় করে মৃত মতলেব তায়ানীর ছেলে মোঃ মিজানুর রহমান। পৈত্রিক ওয়ারিশ হিসেবে ও ক্রয়কৃত জমি মিলে মোট ৪৭.৫০ শতাংশ জমির মালিক হন মোঃ মিজানুর রহমান।

মাদারীপুর বিসিক শিল্পনগরের জন্য জমি অধিগ্রহণ করলে সেখানে মোঃ মিজানুর রহমানের এস এ ২৬২৩ ও ২৬২৪ এই দুই দাগে ২৮ শতাংশ জমির অধিগ্রহণ হয়। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা কিভাবে তুলতে হবে,ভাতিজা মিজানুর রহমান বিষয়টি না জানায় চাচা হাবিবুর রহমান তায়ানীর সহযোগিতা চায় এ সুযোগে মোহাম্মদ হাবিবুর রহমান তায়ানী অধিগ্রহণকৃত নিজের জমির সঙ্গে ভাতিজা মিজানুর রহমানের অধিগ্রহণকৃত জমির বিল একসঙ্গে উঠানোর কথা বল্লে এতে মিজানুর রহমান রাজি হয়ে অধিগ্রহণকৃত জমির টাকা উঠানের জন্য ক্ষমতাপত্র চাচাকে দেন। নিজের জমির সঙ্গে ক্ষমতাপত্রের বলে ভাতিজার ৫১ লাখ টাকার বিল তুলে নিলে ফেরত না দিয়ে বিলের সম্পুর্ন টাকা আত্মসাৎ করেন চাচা হাবিবুর রহমান তায়ানী।
টাকার জন্য চাচার পেছনে পেছনে দীর্ঘদিন ঘুরেও টাকা না পেয়ে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ভাতিজা মিজানুর রহমান তায়ানী। যাহার মামলা নং সি আর ১২২/২০২৪। মামলাটি আদালত আমলে নিয়ে গ্রেফতারের পরোয়ানার নির্দেশ জারি করলে মাদারীপুর জেলা পুলিশ গত শনিবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে হাবিবুর রহমান তায়ানী (৫৫) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ও,সি) মোঃ সালাউদ্দিন হোসেন বলেন, পরোয়ানা পেয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button