জিয়াউর রহমান, মাগুরা প্রতিনিধি: মাগুরা মেডিকেল কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম ব্যাচের ৩৬ ইন্টার্ন চিকিৎসককে স্বীকৃতি প্রদান করা হয়েছে । এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা মেডিকেল কলেজ মিলনায়তনে এক ইনডাকশন প্রোগামের আয়োজন করা হয় । স্বীকৃতিপ্রাপ্ত এ ৩৬ ইন্টার্ন চিকিৎসক এক বছর মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগীদের সেবা প্রদানের কাজ করবে ।
অনুষ্ঠানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোহসিন উদ্দিন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মো: কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামিম কবির, মাগুরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহেল কাফী ও সহকারি পরিচালক ডাক্তার মো রবিউল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন মেডিসিন কনসালটেন্ট ডাক্তার মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার রোকনুজ্জামান,ডাক্তার আব্দুল হাই,ডাক্তার এস এম আক্তারুজ্জামান,ডাক্তার কানিজ ফাতেমা,ডাক্তার তপন কুমার রায়,নবাগত ইন্টার্ন ডাক্তার মালিহা মৌরিন মাহিন ও ডাক্তার মো: আরাফাত হোসেন প্রমুখ।
উল্লেখ্য,মাগুরা মেডিকেল কলেজ ২৬ আগস্ট ২০২৮ সালে যাত্রা শুরু করে । ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম ব্যাচের ক্লাস শুরু হয় ১০ জানুয়ারী ২০১৯। যাত্রা শুরু পর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে মেধাবী শিক্ষার্থীরা এ মেডিকেলে অধ্যায়ন করছে। বর্তমানে ৩ জন অধ্যাপক,১১ জন সহযোগী অধ্যাপক,৯ জন সহকারি অধ্যাপক,১ জন কিউরেটর ও ১২ জন প্রভাষক মাগুরা মেডিকেল কলেজে কাজ করছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম ব্যাচের শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭ জন। এর মধ্যে মেধা তালিকায় ৩৬ জন ইন্টার্ন ডাক্তার হিসেবে স্বীকৃতি পেল। তারা ইন্টার্ন চিকিৎসক হিসেবে ইতিমধ্যে ৩ আগস্ট ২০২৪ তারিখে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে যোগদান করছে ।