মাগুরা প্রেসক্লাবের কমিটি গঠন সাইদুর রহমান সভাপতি ও  শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক

জিয়াউর রহমান,মাগুরা : দীর্ঘদিন পর প্রবীণ সাংবাদিক দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার অধ্যাপক সাইদুর রহমানকে সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার এবং  আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিককে সাধারণ সম্পাদক করে মাগুরা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে পূর্ববর্তী কমিটির সিনিয়র সাংবাদিক খান শরাফত হোসেনের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ খানের পরিচালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শামীম আহমেদ খান,  কোষাধ্যক্ষ এডভোকেট অমিত মিত্র, নির্বাহী সদস্য খান শরাফত হোসেন, অ্যাডভোকেট আরজু সিদ্দিকী, ওয়ালিয়ার রহমান,এম এ হাকিম,  তারিকুল আনোয়ার তরুণ, অলোক বোস ও সঞ্জয় রায় চৌধুরী।
সভায় অনতিবিলম্বে নতুন সদস্য সংগ্রহ শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য ১৯৯৯ সালের পর থেকে মাগুরা প্রেসক্লাবে নতুন সদস্য না করায় দীর্ঘদিন একটি অচল অবস্থা চলছিল। নবনির্বাচিত কমিটির মাধ্যমে সেই অচলাবস্থার নিরসন হবে ও মাগুরায় সুস্থ ধারার সাংবাদিকতার বিকাশ হবে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button