জিয়াউর রহমান,মাগুরা প্রতিনিধি : ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সকাল সাড়ে ১১টায় এ মানববন্ধন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাইদুর রহমান, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ করোসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক,দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম খান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সংবাদিক আবু বাসার আখন্দ, দৈনিক
বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি সাংবাদিক রাশেদ খান,বাংলানিউজ২৪ এর জেলা প্রতিনিধি সাংবাদিক জয়ন্ত জোয়ার্দ্দার প্রমুখ।
বক্তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। বক্তারা বলেন, গণ মাধ্যম হাউজ ও গণমাধ্যম কর্মীদের উপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। সাংবাদিক হাউজ ও সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্যে সরকারের প্রতি মানববন্ধন থেকে জোর দাবি জানানো হয়।