মহানবী হযরত মোহাম্মদ (স:) এর জীবনেই রয়েছে উত্তম আদর্শ : হাফেজ মাওলানা নাযমুদ্দিন আহরার

 

টিআই তারেক: যশোর পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে কুরআন তেলাওয়াত, আলোচনা, নাতে রাসূল পরিবেশনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার সকালে মেডিকেল কলেজের ডা. সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনাটমি বিভাগের প্রধান প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন, আল্লাহর রাসুল হযরত মোহাম্মদ (স:) যেভাবে জীবন যাপন করতেন সেটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে সফলতা আসবে।
আলোচনা করেন মেডিকেল কলেজ জামে মসজিদের ইমাম ও কুরআন শিক্ষক হাফেজ মাওলানা নাযমুদ্দিন আহরার। তিনি তার আলোচনায় বলেন, রাসুল (স:) এর জীবনেই রয়েছে উত্তম আদর্শ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে রাসুলের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন চতুর্থ বর্ষের ছাত্রী তাসফিয়া জান্নাত।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ২য় বর্ষের ছাত্রী মিনহাজ বিনতে জনু। নাতে রাসুল পরিবেশন করেন ১ম বর্ষের বিদেশী ছাত্রী মালেক আরিনা আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩য় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও শমন্তি শারমিন দোলা।
বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নাযমুদ্দিন আহরার।

 

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button