মহাদেবপুরে বাস চাপায় শিশুর মৃত্যু

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বাস চাপায় বাঁধন হোসেন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ মে) দুপুরে উপজেলার নওহাটা মোড়ের অদুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে। শিশু বাঁধন পার্শ্ববর্তী মান্দা উপজেলার গোটগাড়ি গ্রামের শামিম হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাঁধনের বাবা-মা নওহাটা মোড়ের দক্ষিণপার্শ্বে অবস্থিত কফিল রাইস মিলে বসবাস করত এবং সেখানেই তারা শ্রমিকের কাজ করতো। এদিন দুপুরে শিশুটি ওই রাইস মিলের সামনে দিয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় নওগাঁর উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায় সে। এ সময় বাসটি তার উপর দিয়ে চলে যায়। এতে শিশুটির শরীর দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button