মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে গত ২ মার্চ শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে অডিটরিয়মে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব ভোদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. খুরশিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খানের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. আল মামুন, মহাদেবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি বরুন মজুমদার প্রমুখ।