মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: “দুর্যোগের প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও’র সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা ইঞ্জিনিয়ার সৈকত দাস, উপজেলা মৎস্য
কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, সফাপুর ইউপি চেয়ারম্যান মো. সামসুল আলম বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কার সিদ্দিক, মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুর রহমান প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।