মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বাইপাস সড়কে (আর-৫৪৩) আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদের ১ নং গেটের উত্তর পার্শ্বে সোমবার (১১ মার্চ) দুপুরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ইব্রাহিম খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও রাইগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু, মহাদেবপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন প্রমুখ। জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের এস, ভিই আহসান হাবীব জানান, ২৪ লক্ষ ১৯ হাজার ৯শ ৭ টাকার ব্যয়ে ১ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এর আগে সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ২৯ লক্ষ ৭৫ হাজার ৮শ ৬৫ টাকা ব্যয়ে দোহালী গ্রাম সড়ক উন্নয়ন কাজের ও ২৯ লক্ষ ৮২ হাজার ১০ টাকা ব্যয়ে আখেড়া-নাটশাল সড়ক উন্নয়ন কাজের এবং ২৯ লক্ষ ৬৭ হাজার ৭শ ২০ টাকা ব্যয়ে ইটালী দক্ষিণ পাড়া পাকা সড়ক- সরদার পাড়া মসজিদ উন্নয়ন কাজের উদ্বোধন করেন |