মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ শাপলায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, ওসি তদন্ত আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান সাইদ হাসান তরফদার শাকিল, ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, আওয়ামী নেতা মো. শহিদুল ইসলাম, মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, রায়হানুল ইসলাম লুসা, মহাদেবপুর প্রেস ক্লাব সভাপতি মো. আজাদুল ইসলাম আজাদ, মহাদেবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন প্রমুখ। এ সভায় মহাদেবপুর সদরের ফুটপাত দখল মুক্ত করা সহ আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।