ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : ভৈরব থানার চাঞ্চল্যকর একাধিক মামলার মানবপাচারকারী চক্রের মূল আসামী জামাল মিয়া কে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের।
গ্রেফতারকৃত জামাল মিয়া ভৈরব শহরের জগন্নাথপুর গ্রামের মৃত মুসলিম মিয়ার পুত্র । আসামীকে ভৈরব থানা পুলিশে হস্তান্তর করেছে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মানব পাচার চক্রের সদস্য জামাল মিয়া (৫৫) সহ অন্যান্য মানব পাচার চক্রের সদস্যরা সম্মিলিতভাবে বেকার ছেলেদের ইতালি পাঠানোর কথা বলে ভৈরবের বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেয়। কিন্তু তাদের কে ইতালি না পাঠিয়ে লিবিয়ার ত্রিপলীতে পাঠিয়ে ঐ দেশে থাকা মানব পাচার চক্রের অন্য সদস্যদের নিকট বিক্রি করে দেয়। সেখানে ভিকটিমদের বন্দি করে মুক্তিপণ হিসেবে পুনরায় টাকা নেওয়া হতো। টাকা না দিলে তাদের কে মেরে ফেলার হুমকি দেওয়া হতো।
উক্ত ঘটনায় মোঃ বাদল মিয়া এবং মোঃ কাওছার মিয়া বাদী হয়ে ভৈরব থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন যা ভৈরব থানার মামলা নং-৮,তাং-০৭/০৯/২৪ ইং, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬/৭/৮/১০(১) এবং ভৈরব থানার মামলা নং-৯, তাং-০৭/০৯/২৪ ইং, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬/৭/৮/১০ ।
এছাড়াও গ্রেফতারকৃত আসামী বিদেশে পাঠানোর কথা বলে আরও অনেকের নিকট থেকে টাকা নিয়েছে মর্মে জানা যায়।এই মানব পাচার চক্রের সদস্যদের দ্বারা ভৈরবে অনেক পরিবার সর্বস্বান্ত হয়েছে।এদের মধ্যে অনেক পরিবারকে এই চক্রের সদস্যরা মিথ্যা আশ্বাস দিয়ে মামলা করা থেকে বিরত রাখে।