
জিএম, ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ১৪ বস্তা বিদেশি মদসহ একটি গাড়ি আটক করেছে ভালুকা হাইওয়ে থানা পুলিশ। গাড়ির চালক পালাতক। আজ ভোরে যৌথ বাহিনীর দাওয়ায় সকাল ৭ টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা হাজির বাজার এলাকায় আইল্যান্ডের উপরে একটি পিকআপভ্যান রেখে ড্রাইভার পালিয়ে যায় পরে ভালুকা হাইওয়ে পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে ১৪ বস্তা ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভালুকা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান,”গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক দৌড়ে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ৩৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭/৮ লাখ টাকা। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”




