ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় আরসিসি গার্ডার ব্রীজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী রবিবার সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বিরুনীয়া ভায়া মেদিলা বাজার সড়কে ৬১৭৫ মিটার চেইনেজ ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিরুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও বিরুনীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ,ইউপি চেয়ারম্যান সিহাব আমিন খান,সাবেক ইউপি চেয়ারম্যান আতিক উজ্জামান লষ্কর,উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী,পৌর যুবলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন পাঠান সৈকত, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইদুল ইসলাম শেখ, নারী নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফি,বিরুনীয়া ইউনিয়ন শ্রমিকলীগ এর সভাপতি খালেকুজ্জামান খালেক প্রমূখ,।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিরুনীয়া বাজার সমিতির রফিকুল ইসলাম রবি,বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমিরুল ইসলাম আনার, বিরুনীয়া ইউনিয়ন তাঁতী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক,বীর মুক্তিযোদ্ধা সন্তান রুবেল সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জমি সংক্রান্ত সমস্যায় ব্রীজটি নির্মান করা সম্ভব হচ্ছিলো না। স্থানীয় এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ নিজস্ব অর্থায়নে জমির মালিককে ২ লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে জমি কিনে ব্রীজটি নির্মানে জমি সংক্রান্ত জটিলতা দুর করেন।