বৈশাখী টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এবাদুল আর নেই

নওগাঁ প্রতিনিধি: বৈশাখী টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এবাদুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। এবাদুল হক বৈশাখী টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আগামীকাল বুধবার (৬ মার্চ) আকবরিয়া ঈদগাহ মাঠ জামে মসজিদে (আরজি-নওগাঁ মধ্যপাড়া) সকাল ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর গ্রামর বাড়ি নওগাঁ সদর থানার চন্ডিপুর ইউনিয়নের চুনিয়াগাড়ী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এবাদুল হক দীর্ঘদিন থেকে কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button