নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মোবাইল ফোনকে কেন্দ্র করে বন্ধুদের হাতে একজনকে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করেছে র্যাব-১১। আসামির নাম ইব্রাহিম খলিল সাগর (২৩)।
র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে সোনাইমুড়ী উপজেলায় নাটেশ্বর এলাকা থেকে গ্রেপ্তারকৃত সাগর এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়ে