
মোঃশাহানজিদ উদ্দিন সোহান, ঝিনাইদহ : সংঘবদ্ধ অপরাধ মানব পাচার,বন্ধ হোক শোষণের অনাচার” বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসের এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে দিবসটি উদযাপন উপলক্ষে আজ বুধবার (৩০জুলাই) সকাল ৯টার সময় ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্ত্বর থেকে একটি সাইকেল র্যালী বের করা হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এরপর ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন,ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন,পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান,বাংলাদেশ গ্রুপ থিয়েটার এসোসিয়েশন (খুলনা বিভাগীয়)”র সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস,ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ডির্পার্টমেন্টের ওয়ার্কশপ সুপার পবিত্র কুমার বিশ্বাস ,ঢাকা আহসানিয়া মিশনের প্রতিনিধি মাসুম বিল্লাহ,ঝিনাইদহের মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীরদল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এসময় অনুষ্ঠান সঞ্চালনাকালে আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আল-মামুন মানবপাচার প্রতিরোধে করনীয় ও সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারে এই কমিটির কাজ সর্ম্পকে ধারণা প্রদান ও প্রকল্পের সামগ্রিক কার্যক্রম এবং রুপান্তর সম্পর্কে ধারণা, আশ্বাস প্রকল্প পরিচিতি, প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম, কর্মকৌশল, প্রত্যাশিত ফলাফল, মানব পাচার প্রতিরোধ কমিটির পরিচিতি ও কার্যক্রম বিষয়ে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন বলেন,মানব পাচার প্রতিরোধে কাজ করা একটি জরুরী অভিযান হিসেবে অবহিত করা যায়,এভাবে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এ ধরণের কার্যক্রম চালু রাখলে সমাজ থেকে মানব পাচার প্রতিরোধ করা সহজ হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার এসোসিয়েশন (খুলনা বিভাগীয়)”র সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস বলেন,আমরা দীর্ঘদিন ধরে মানব পাচার প্রতিরোধে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছি।রুপান্তর আমাদের সাথে কাজ করলে সব সময় পাশে থাকবে আমার সংগঠন।
এদিকে সভাপতির সমাপনি বক্তব্যে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান বলেন,মানব পাচার বর্তমান সমাজে এখন মহামারি আকার ধারণ করেছে।এতে আমাদের ব্যাক্তি অসচেতনতাই দ্বায়ী বলে মনে করি।এর থেকে আমাদের বেরিয়ে এসে ঘরে ঘরে মানব পাচার প্রতিরোধে করনীয় সর্ম্পকে তথ্য পৌছে দিতে হবে।রুপান্তর আশ্বাস প্রকল্পের মাধ্যমে যে কাজ করে চলেছে তা আসলেই বাহবা পাওয়ার যোগ্যতা রাখে।
উল্লেখ্য-সাইকেল র্যালী ও আলোচনা অনুষ্ঠানটি সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বাস্তাবায়ন করে উইনরক ইন্টারন্যাশনাল এবং আশ্বাস প্রকল্পের আওতায় আয়োজন করে রুপান্তর।