বিমানবন্দরে আটক শোয়ার্জনেগার!

গ্লোবাল ডেস্ক: জনপ্রিয় হলিউড তারকা ‘টারমিনেটর’ খ্যাত আর্নল্ড শোয়ার্জনেগারকে জার্মানির মিউনিখ বিমানবন্দরে তিন ঘণ্টা আটক রেখে জেরা করা হয়।
পণ্য ঘোষণা ফরমে ভুলবশত নিজের দামি একটি ‘আডেমার্স পাগুয়ে’ ঘড়ির কথা ভুলে যাওয়ায় আটকে যান এই অভিনেতা।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বিলাসবহুল ঘড়িটি ইউরোপে নিলামের জন্য মূল্য ধরা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৫৪ লাখ ৫০ হাজার টাকা। ফলে বিমানবন্দরের শুল্ক বিভাগের মুখোমুখি হতে হয় শোয়ার্জনেগারকে।

মিউনিখ বিমানবন্দরের প্রেস অফিসার জানান, আর্নল্ডকে মুক্তি দেয়া হয়েছে। ইউরোপের বাইরে থেকে আমদানি করে ইউরোপে ব্যবহার করার জন্য ঘড়িটি নিয়ে আসা হয়েছে। সে ক্ষেত্রে সবার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, সেটাই করা হয়েছে।

জানা যায়, যুক্তরাষ্ট্রের এই অভিনেতা এবং প্রাক্তন ক্যালিফোর্নিয়ার গভর্নর শোয়ার্জনেগার একটি দাতব্য সংস্থাকে অর্থ সাহায্যের জন্য ঘড়িটি এনেছিলেন নিলামে বিক্রির জন্য। নিলামে ঘড়িটি বিক্রি করে যে অর্থই পেতেন, সেগুলো দাতব্য সংস্থাকে দান করার জন্য জার্মানি গিয়েছিলেন তিনি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button