অনলাইন ডেস্ক: রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ চলছে। এই সমাবেশে অনলাইনে যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৭ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে অনলাইনে যুক্ত হন তিনি।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির এই সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া চেয়ারপারস বেগম খালেদা জিয়াও সমাবেশে দিকনের্দশনামূলক বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা।