বিএনপিতে মাস্তানির কোন জায়গা নাই : বিএনপির সভাপতি তমিজ উদ্দিন

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: মাস্তানি চলবে না বিএনপিতে মাস্তানির কোন জায়গা নাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সরাসরি নির্দেশ বিএনপি ও বিএনপি পরিবারের কোন দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাদাবাজি করে কেউ যদি কারোও জমি দখল করতে যায় তাদের প্রতিহত করতে হবে। দেশে আইন আছে প্রচলিত আইনে তাদের সুরাহা করা হবে। মাস্তানি চলবে না বিএনপিতে মাস্তানির কোন জায়গা নাই।

গতকাল বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে যাদব পুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন।

তিনি আরোও বলেন,দীর্ঘদিন ধরে বিএন পি নেতা কর্মীরা সদ্যবিদায়ী সরকারের হাতে নির্যাতিত নিপিড়ীত হয়েছে। আমাদের এখন সুযোগ হয়েছে কথা বলার, আমাদের সুযোগ হয়েছে এদেশে নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার,তাইআজকে আমরা ইউনিয়ন বিএনপি র, যুবদলের নেতাকর্মীদের একত্রিত করেছি। আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যে ও আপনারা এতো মানুষ উপস্থিত হয়েছেন এর মানে মানুষ বিএনপিকে ভালোবাসে।

এই ভালোবাসা ধরে রাখতে বর্তমান পরিস্থিতিতে জন গনের পাশে বন্ধু হয়ে কাজ করতে হবে। বিভিন্ন স্থানে ষড়যন্ত্র চলছে মাজার ভাঙ্গা ও শিল্প কারখানা বন্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনার দোসররা যারা এ দেশ টাকে ধংস করে গিয়েছে। আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্রের হাতকে ভেঙ্গে দেবো।

ধামরাই উপজেলার যাদবপুর, কুশুরা ও বাইশাকান্দা ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ সভায় যোগদান করেন।

কর্মী সভায় যাদবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এস এমআলম হোসেনের ব্যবস্থাপনায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন বিএনপির নেতা কর্মীরা। কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিঃ সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী, যাদব পুর ইউনিয়ন যুবদল নেতা মাসুদুর রহমানপ্রমুখ

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button