বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে খুশী রাণী বড়ুয়া নামে এক অসহায় বিধবা নারী গত ২২আগষ্ট বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এর আয়োজন করেন। খুশী রাণী বড়ুয়া, স্বামী মৃত নিহার কান্তি বড়ুয়া, সাং ২নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা। তিনি সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য বলেন,
প্রিয় সাংসাদিক ভাইয়েরা নমস্কার,
আমি একজন স্বামী হারা অসহায় নারী হই। আমার ছেলে মেয়ের ভরণপোষণ ও পড়ালেখা করার জন্য আমার স্বামীর নামীয় ১৫৯ হোল্ডিং এর জমি জনাব অসিম বড়ুয়া গং পিতা- সুদত্ত কুমার বড়ুয়া এর নিকট বিক্রি করি আমার ত্বরিত টাকার প্রয়োজন হওয়ায় নোটারি দলিল করে উক্ত জমি বিক্রি করি। এবং ১৫৯ হোন্ডি এর জমিসহ আমার স্বামীর নামীয় অন্যান্য হোল্ডিং/খতিয়ানের জমি আমরা ওয়ারিশের নামে নাম জারির পদক্ষেপ গ্রহণ করিলে
১-মলিন কান্তি দাশ গং, পিতা মৃত অমূল্য রঞ্জন,
২- দূর্গা পদ সেন গং,পিতা চন্দ্র কুমার সেন,২নং বান্দরবান। ব্যাক্তিদয় আমার জমি জবর দখলের মানসে অহেতুক আপত্তি দিয়ে বিজ্ঞ বিভাগীয় অমিশনার কোর্টে মামলা করে ওয়ারিশ মুলে নাম জারির ফাইল তলব হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কোটে মিস রিভিশন মামলা নাম্বার ১৪/২০১৭ চলমান। অপর দিকে মলিন সহ অন্যান্য ভূমিদস্যু
আমার স্বামীর জমি জবর দখল করতে ব্যর্থ হয়ে
বিজ্ঞ সিভিল আদালতে অপর মামলা নং-৩৪/১৭ অপর মামলা নং-৫৫/১৭ অপর মামলা নং- ২৩/১৭ অপর মামলা ২৫/১৯ নায়ের করেন। পাশ্বলিখিত ব্যক্তি মলিন গং এর কাগজের জমির মালিক ও অন্যান্য ব্যক্তি ১৫৯ হোল্ডিং এর জমি জবর দখলের প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে আমার স্বামী ১। নিহার কান্তি বড়ুয়া পীং- মৃত-অন্নদা চরন বড়ুয়া ২। নুরুল ইসলাম সীং-হাজ্বী আব্দুল খালেক অপর মামলা নং-৫৩/২০০৭ রুজু করেন। বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত ২৩/০৯/১৪ তারিখের আদেশে ৩৩৭ নং বালাঘাটা মৌজার ১৫৯ নং হোল্ডিং এর ৩.৩০ একর তৃতীয় শ্রেণীর জমি হতে বাদীকে যাতে বেয়াইনীভাবে জোরপূর্বক বেদখল করতে না পারে বা বাদীর শান্তিপূর্ণ ভোগ-দখলে বিঘ্ন ঘটাতে না পারে তৎমর্মে বিবাদীদেরকে বিজ্ঞা যুগ্ম জেলা জজ
আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।
আমি যাহাদের নিকট জমি বিক্রি করেছি তারা জমিতে অনেক গুলো ঘরসহ স্থাপনা করে বসবাস ও ভাড়া দিয়েছে। গত কয়েকদিন ধরে মলিন গং সহ অপরিচিত অনেক লোক নিয়ে জমি জবর দখল করবে মার্মে নানা হুমকি প্রদান করায় সাংবাদিক বন্ধুগনের নিকট বিষয়টি তুলে ধরার জন্য একান্ত অনুরোধ করছি। সাংবাদিক ভাইগণ আমি একজন স্বামী হারা বৃদ্ধা নারী হই। ধর্মের অপব্যবহার করে আমাদের জমি জবর দখলের স্বরযন্ত্রে মলিন সহ ও অন্যান্য ভূমিদস্যুগন পায়তারা করিতেছে।
মনিন গং ইতিপূর্বে উল্লেখিত মামলা দায়ের করেছে এবং বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালত কর্তৃক আদেশ অথবা মামলা প্রত্যাহার না করে আমি অসহায় সংখ্যালঘু নারীর জমি জবর দখলের প্রচেষ্টা কারীদের বিরুদ্ধের আইনগত পদক্ষেপ গ্রহণ করিতে আপনাদের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের নিকট অবগত করিলাম। জমির তপশীল।
(৩৩৭ নং বালাঘাটা মৌজার ৬৯ পদাতিক ব্রিগেড অফিসের পূর্বপার্শ্বে তথা পাসপোর্ট অফিসের পূর্ব পার্শ্বে) ১৫৯ হোন্ডিং এর মোট জমি ও (পাঁচ) একর এর আন্দর ১.৬৭ একর শ
24